
পুলিশের জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত এবং পেশাদারিত্ব ও সেবার মান বৃদ্ধি করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের অভিভাবক মাননীয় আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) কর্তৃক যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করা হয়েছে । এসব উদ্যোগের মধ্যে রয়েছে Technology oriented policing ব্যবস্থা। এরই ধারাবাহিকতায় অদ্য ১৩/০২/২০২২ খ্রিঃ তারিখ দুপুর ১২:০০ ঘটিকায় কলাতলী ট্রাফিক পুলিশ বক্সের সামনে ট্রাফিক পুলিশের জন্য আনুষ্ঠানিকভাবে Body Worn Camera ব্যবহার কার্যক্রম উদ্বোধন করেন কক্সবাজার জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাসানুজ্জামান, পিপিএম। .
Body worn ক্যামেরা ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন টেকনোলজি ভিত্তিক পুলিশিং কার্যক্রম বেগবান হবে অন্যদিকে স্বচ্ছতা , জবাবদিহিতা নিশ্চিত হবে। সেবাদাতা এবং সেবা গ্রহীতা উভয়ের আচরণ এবং কথাবার্তা স্বয়ংক্রিয়ভাবে এই ক্যামেরায় রেকর্ড হবে। সেই সঙ্গে কর্তব্যরত পুলিশের আশপাশের বিভিন্ন ঘটনা অন্যের অগোচরেই প্রমাণস্বরূপ রেকর্ড হয়ে থাকবে যা প্রয়োজনে ব্যবহার করা হবে।.
কক্সবাজার জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্টে Body Worn Camera নিয়ে ট্রাফিক পুলিশ সদস্যরা এখন থেকে দায়িত্ব পালন করবে।. .
ডে-নাইট-নিউজ / দিদারুল আলম ( জিসান )
কপিরাইট © 2015-2025 Dnnbd.com, ডে-নাইট গ্রুপের একটি অংঙ্গ প্রতিষ্ঠান।
Design & Developed by ICT Sky Ltd.
আপনার মতামত লিখুন: